এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ার নুরুল আবছার চৌধুরী (৫০) আজ ১৪ মার্চ বৃহস্পতিবার রাত ১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)। তিনি ওই এলাকার কালা মিয়া সওদাগরের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একইদিন বাদ জোহর হাজির পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন হাজির পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক।

জানা যায়, নুরুল আবছার চৌধুরী দীর্ঘদিন যাবত লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে একটি ডায়াগনোষ্টিক সেন্টার পরিচালনা করে আসছিলেন। এছাড়াও তিনি উপজেলা এলডিপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন।