এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে সাধারণ শিক্ষার্থীদের নামে ব্যানার ফেস্টুন করে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ সেপ্টেম্বর) আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আধুনগর উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছে।
বিবৃতি সূত্রে জানা যায়, সাবেক ফ্যাসিস্ট স্বৈরশাসকের আমলে লোহাগাড়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে কিছু স্বৈরশাসকের সুবিধাভোগী জনগণের ভোটে এবং মাঠে পরাজিত শক্তি বিভিন্নভাবে কুৎসা রটনা করে যাচ্ছে।
তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মদদপুষ্ট এবং ছাত্রলীগ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সাধারণ শিক্ষার্থীদের নামে তারা যে ব্যানার ফেস্টুন প্রচার করছে তার ব্যাপারে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে জড়িত নই।
নাজিম চেয়ারম্যান একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী, মানবসেবক মানুষ। আমরা তার ব্যাপারে সন্তুষ্ট। আমরা তার পদত্যাগ দাবি করার প্রশ্নই আসেনা। আমরা সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে তাদের দাবিতে অনাস্থা জ্ঞাপন করছি। একই সাথে সাবেক সরকারের সুবিধাভোগী যেসব ব্যক্তি চেয়ারম্যানের বিপক্ষে কুৎসা রটনা করছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।