Home | লোহাগাড়ার সংবাদ | আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৫ম দিবস

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৫ম দিবস

65

এলনিউজ২৪ডটকম : আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৫ম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীন’র সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাসান রউফী। “অযু, গোসল ও তায়াম্মুম সংক্রান্ত জরুরী মাসায়েল” বিষয়ে ওয়ায়েজ করবেন আসহাবে সুফফা মাদ্রাসার পরিচালক ও সাতকানিয়া আবু বকর ছিদ্দিক (র.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হারুন।

বাদ মাগরিব অধিবেশনে “হাদীসের আলোকে মুমিনদের পারস্পরিক অধিকারসমূহের বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন কাঞ্চনা সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবদুল মন্নান শমসী ও “কিয়ামতের পূর্বাভাস ও ভয়াবহতা, এ সম্পর্কে নবী করীম (সঃ)-এর ভবিষ্যদ্বাণী সমূহের বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ছাবের হেলালী।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!