______জেসমিন সুলতানা চৌধুরী______
বছর শেষে আসে ফিরে আগুন ঝরা ফাগুন,
মাতাল হাওয়া আসে নিয়ে
অঙ্গে ভরা রূপ যৌবন।
নিজেকে নবরূপে সাজাতে স্বপ্ন ছড়ায়,
ফুলে ফুলে রাঙাতে স্বপ্ন দেখায়।
কোকিলের কুহুতান তোলে ঝড়,
উদাসী প্রিয়ার হদয়ে।
সুরের মূর্ছনা
হৃদয় জুড়ায়, মন মাতায়।

বনে বনে ক্ষনে ক্ষনে মৌমাছির গুঞ্জরনে,
গাছে গাছে নব নব পত্র পল্লবে
চলছে মহা সমীরণে।
বৃক্ষ শাখায় শাখায় রূপ লাবণ্য লাল সবুজের।
পলাশ, শিমুল, শিউলি, বকুল মন কেড়ে নেয় পথিকের।
মুকুলে ভরে আম্র কানন,
ম ম গন্ধে সুরভিত হয় মন।
ভ্রমর থেকে থেকে করে গুঞ্জন,
ফাগুনের রঙে রঙিন হয় অতৃপ্ত মন।
নববধূ রূপে সাজে ছোট বড় সব পুষ্পকানন।