____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি____

আজও কাঁদায় আগস্ট আমায়
আগস্ট আমায় আজও কাঁদায়
হতবিহবল বসে থাকি স্থাণু হয়ে,
কী নির্মম বীভৎসতায় ঘৃণ্য আক্রমণ;
আপোষহীনে এতো ভয় তোদের,
সত্যের মুখোমুখি দাঁড়াতে এতোটাই দ্বিধা!
তাই বুঝি সত্যকে নির্মূলে ছিল ব্যর্থ চেষ্টা?
সত্যের ক্ষয় নেই, লয় নেই, জানেনা বেঈমানেরা
বেজন্মা, কাপুরুষেরা করে যায় নিষ্ফল আস্ফালন!
কী ভীষণ মহিমায় সত্যের মত তুমি জেগে থাকো
রবির কিরণ হয়ে সারাটিদিনভর
চন্দ্রের সুষমা হয়ে সারাটিরাতভর!
রূপকথার এই দেশে তুমি বিস্ময়কর রাজপুত্র
দুর্ভাগা বাঙালি -জাতির সৌভাগ্যের বরপুত্র!
মুক্তিযুদ্ধ নামের মহাকাব্য করেছো রচনা
স্বপ্নের তুলিতে এঁকেছো বাংলা নামের দেশ
স্বাধীনতার গান কণ্ঠে নিয়েছো অবলীলায়
নিখুঁত সুতোয় বুনেছো লাল-সবুজ গালিচা
পবিত্র হাতে নির্দিষ্ট করেছো সীমানার ঠিকানা
অঙ্গে মেখেছো সুজলা-সুফলা, শস্য -শ্যামলা মাটি!
তুমি মহাকবি,
মহান চিত্রকর,
তুমি পারঙ্গম শিল্পী
আপোষহীন কিংবদন্তি!
হায়!
কোথায় হারিয়েছি তোমায়
সুশীতল বটবৃক্ষ!
কে দেবে ছায়া মোদের
প্রকৃতি যখন রুক্ষ!
আঁধার রাতের কাণ্ডারি তুমি
শোকের মাতমে বাংলার ভূমি!
হাহাকার ওঠে পথে প্রান্তরে
স্মরণ করে প্রতি ঘরেঘরে!
আগস্ট আমায় আজও কাঁদায়
আজও কাঁদায় আগস্ট আমায়!
