Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | আইআইইউসিতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

আইআইইউসিতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে আইআইইউসি’র অনুষ্ঠানমালায় বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য উল্লেখযোগ্য আয়োজন ছিল আইআইইউসি’র শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা পিতাদের সম্মাননা প্রদান। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব মর্ডাণ ল্যাংগুয়েজেস এর ডিরেক্টর মোঃ ইফতেখার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, সবার দেশাত্ববোধ আছে। এই দেশাত্ববোধের চর্চা করতে হবে। দেশাত্ববোধকে পরিপক্ক করতে হলে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করতে হবে। দেশাত্ববোধকে শাণিত করতে হলে জাতীয় দিবসগুলো এই বিজয় দিবসের মত যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও পালন করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের শেষ নেই। এই ষড়যন্ত্র উপলব্ধি করতে হবে। ড. আবু রেজা নদভী আরো বলেন, আমেরিকায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হয়। আর সেই আমেরিকা আমাদেরকে গণতন্ত্রের সবক শেখানোর চেষ্টা করছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ধর্মের সাথে সংস্কৃতির সরাসরি কোন বিরোধ নেই। সংস্কৃতির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন জীবন্ত হয়। জাতীয় দিবস উদযাপন করা অধার্মিকতার কাজ নয়। আমরা কিভাবে বিজয় পেলাম, বীর শহীদদের ত্যাগ এবং আজকের বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে না দেয়া অন্যায়। তিনি বলেন, পঁচাত্তরের পর মুক্তিযোদ্ধারা ভয়ে সার্টিফিকেট ফেলে দিয়েছিল। এর চেয়ে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘঁনা আর কি হতে পারে।

গতকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২১ উদযাপন কর্মসূচির শুরুতেই প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ কুমিরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পপ্রদান এবং লাল-সবুজ বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ছিল রোভার স্কাউট ও স্কুল শিক্ষার্থীদের সুসজ্জিত দলের কুজকাওয়াজ, ছাত্রীদের অংকন শিল্পকর্ম প্রতিযোগিতা এবং ছাত্রদের হা-ডু-ডু খেলা, প্রীতি ফুটবল ম্যাচ, বালিশ খেলা, আবৃত্তি, দেশাত্ববোধক গান, আইআইইউসি-তে অধ্যয়নরত শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা পিতাদের এবং মুক্তিযোদ্ধা হিসাবে আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফকে সম্মাননা প্রদান। সবশেষে বিভিন্ন ইভেন্টস এর পুরস্কার বিতরণ ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!