ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে: আরমান বাবু রোমেল

৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে: আরমান বাবু রোমেল

এলনিউজ২৪ডটকম: ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে লোহাগাড়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাসেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সেক্রেটারি, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল।
তিনি তার বক্তব্যে বলেছেন, ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন সংগ্রামের ডাক দিয়েছিলেন।বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালে অভিযান চলছে, আমাদের প্রত্যেক হাসপাতালের প্রয়োজনীয় সব ডকুমেন্ট রেডি করে রাখতে হবে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ স্যার আমাদেরকে বিভিন্ন ধরণের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। স্যারের নির্দেশ গুলো মেনে আমরা হাসপাতালগুলো সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি। হাসপাতালে যেকোন ধরণের সার্বিক ভাবে সহযোগীতা পাচ্ছি।বর্তমান সরকারের পক্ষ থেকে সবধরণের ম্যাসেজ গুলো আপনাদের সবাইকে বলা কর্তব্য। বেসরকারি হাসপাতাল এসোসিয়েশন আপনাদের বন্ধু, আপনাদের পরিবার। আমরা হসপিটাল এসোসিয়েশন সবসময় বেসরকারি হাসপাতালের যেকোন প্রয়োজনে পাশে থাকবে।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. রিটন দাশ, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, লোহাগাড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সেক্রেটারি নজরুল ইসলাম, লোহাগাড়া রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, লোহাগাড়া মেটারনিটি হাসপাতালের পরিচালক কাঞ্চন দে, পরিচালক মো. নাছির উদ্দিন, লোহাগাড়া মা-শিশু হাসপাতালের পরিচালক মো. আখতার উদ্দিন, লোহাগাড়া আধুনিক হাসপাতালের এমডি মো. দেলোয়ার হোসেন, লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক মো. হেলাল উদ্দিন, লোহাগাড়া সিটি হাসপাতালের পরিচালক মো. পিয়ারুসহ উপজেলার বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!