Home | দেশ-বিদেশের সংবাদ | ৪৮ ঘণ্টায় পানিতে ডুবে ২৪ শিশুর মৃত্যু

৪৮ ঘণ্টায় পানিতে ডুবে ২৪ শিশুর মৃত্যু

bbb

নিউজ ডেক্স : বন্যা দুর্গত বিভিন্ন জেলায় গত দেড় মাসে পানিতে ডুবে ৯২ জন মারা গেছেন। মৃতদের বেশিরভাগই শিশু। গত ৪৮ ঘণ্টায় পানিতে ডুবে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে স্বাস্থ্য মহাপরিচালক টেলিকনফারেন্সের মাধ্যমে আক্রান্ত বিভিন্ন জেলার সিভিল সার্জনদের কাছে জানতে চান পানিতে ডুবে শিশুরা কেন মারা যাচ্ছে।

এ সময় বিভিন্ন জেলার সিভিল সার্জন ও সংশ্লিষ্টরা জানান, শিশুদের অধিকাংশই সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মারা যাচ্ছে। এ সময় পরিবারের পুরুষ সদস্যরা কাজে ঘরের বাইরে এবং নারী সদস্যরা রান্নার কাজে ব্যস্ত থাকেন। নদীর ধারে খেলাধুলা করতে গিয়ে শিশুরা অসতর্কতাবশত ডুবে মারা যায়।

তারা আরও জানান, শিশুদের পানিতে ডুবে মরার হাত থেকে রক্ষা করতে স্বাস্থ্যকর্মীরা সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছে। তারা শিশুদের নদী বা পানির কাছাকাছি খেলাধুলা না করতে মাইকিং ও ব্যক্তিগতভাবে সতর্ক করছেন। শিশুদের বাবা মায়েরা সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে শিশুদের কোমরে ঘুংঘুর বেঁধে দিচ্ছেন। তবুও শিশুরা খেলাধুলা করতে গিয়ে ডুবে মরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!