Home | দেশ-বিদেশের সংবাদ | হাসিনা মহিউদ্দিনও করোনা আক্রান্ত

হাসিনা মহিউদ্দিনও করোনা আক্রান্ত

নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ঘরে আরও দুই গৃহকর্মীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মহিউদ্দিনের ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনও করোনাভাইরাসে আক্রান্ত হন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই সালেহীনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত রবিবার (১০ মে) ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) হাসিনা মহিউদ্দিন ও তার বাসার আরও দুই গৃহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই দুই গৃহকর্মীর নাম শাকি এবং হারাধন। গত রবিবার (১০ মে) সালেহীনের করোনা শনাক্ত হওয়ার পর তার পরদিন সোমবার (১১ মে) মহিউদ্দিনের পরিবারের চশমা হিলের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেই ৮ জনের মধ্যে হাসিনা মহিউদ্দিন ও দুই গৃহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হলো।

বোরহানুল হাসান চৌধুরী সালেহীন চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আইসোলেশনে আছেন। দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!