ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

লোহাগাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

25

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতালের নার্সিং সুপারভাইজার প্রদীপ কুমার দে জানিয়েছেন। এর মধ্যে অনেকে শিশু। ৫১ শষ্য বিশিষ্ট হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সিট না পেয়ে মেঝেতেও রোগীদের অবস্থান করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ঈদের দিন শনিবার ডায়রিয়ার রোগী ভর্তি হয় ৬ জন, রোববার ৭ জন, সোমবার ৯ জন, মঙ্গলবার ৭ জন, বুধবার ১৬ জন ও বৃহস্পতিবার  দুপুর ১ টা পর্যন্ত ১জন। শিশুসহ মোট ৪৬ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়।

হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর অভিভাবক বুলবুল জানান, ছেলেকে নিয়ে দু’দিন যাবত হাসপাতালে ভর্তি রয়েছি। ছেলের উন্নতির পথে। তবে হাসপাতালে দিনদিন ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়েই চলছে।

লোহাগাড়া উপজেল স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ সংবাদকর্মীদের জানান, খাবারের পরিবর্তনের সাথে সাথে স্বাভাবিকের চেয়ে পাতলা পায়খানা বেশি হয়। এটি এতো মহামারি নন। তবে খাবারের পরিবর্তনের পরে এটি হয়ে থাকে। এলাকাবাসীর ভয় পাওয়ার কোন কারণ নেই। রমজানের পরে অনেকের খাবারের পরিবর্তন হয়েছে। বদ হজমের ফলে অনেকের পাতলা পায়খানা হওয়ার ফলে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!