Home | শীর্ষ সংবাদ | স্বপ্ন ডুবছে সাগরে

স্বপ্ন ডুবছে সাগরে

119

____জেসমিন সুলতানা চৌধুরী____

স্বপ্ন পূরণের পথে নয় কোন বাঁধা,
স্বপ্ন পিয়াসী উড়ে ডানা মেলে সদা।
নৌকায় ভূমধ্যসাগর পাড়ি,
ভাগ‍্য বদলের আশায় ছাড়ে ঘরবাড়ি।
ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর মন,
মৃত্যুঝুঁকি জানে,
তবু ও স্বপ্ন যে এঁকেছে দু’নয়ন।
প্রাণ যদি যায় যাক,
ভাগ‍্যের চাকা অন্তত ঘুরুক ।
বাবা, টাকা দাও, বিদেশে যামু
এদেশে থেকে কি খামু?
পণ তাই, যেতে হব বিদেশ
ছাড়তে হবে স্বদেশ।
এদেশে আছেই বা কি!
থাকেই বা কে!
এদেশে থেকে হবেই বা কি!
ভিনদেশে হাড়ি পাতিল ধোও,
গরুর ঘাস কাট,
জানবেই বা কে!
অভাবী বাবা ভিটেমাটি করে বিক্রি
লাখ কয়েক টাকা দেয় দালালের হাতে,
অস্থির ছেলের জীবনের মোড় ঘুরাতে।
ঘুমের ঘোরে দেখে স্বপন,
কাড়ি কাড়ি টাকায় দেশে -দেশে ভ্রমণ।
অবশেষে ঢাকা থেকে ভারত হয়ে দুবাই,
এরপর তুরস্ক হয়ে লিবিয়া,
নৌকায় তিউনিশিয়া হয়ে ভুমধ‍্যসাগর পাড়ি দিলেই স্বপ্ন পূরণ।
সবশেষে নিঃস্ব হয়ে উত্তাল ঢেউয়ের কবলে প্রাণ বিসর্জন।

এত প্রাণ যায় অকাতরে,
তবু ও কেন যে থাকে অভিযুক্তরা অগোচরে!
যদি ও পড়ে ধরা ,হাতে হাতকড়া
কোন এক অদৃশ্য ইশারায়
পায় পরিপাটি বেশে ছাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!