ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | সোনার দেশ গড়তে সোনার মানুষ লাগবে : শিক্ষামন্ত্রী

সোনার দেশ গড়তে সোনার মানুষ লাগবে : শিক্ষামন্ত্রী

dipu-moni-20190310174924

নিউজ ডেক্স : শিক্ষা প্রতিষ্ঠানে মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সোনার দেশ গড়তে সোনার মানুষ লাগবে।’

মন্ত্রী বলেন, ‘আশা করি সেই সোনার মানুষ হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে। জাতি তোমাদের কাছ থেকে যে কর্তব্যবোধ আশা করে, সেটিকে মাথায় রেখে নিজেদের গড়ে তুলবে। মাদক, সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ থেকে নিজেদের দূরে রাখবে। শৃঙ্খলা খুব জরুরি। একজন মানুষের লক্ষ্য ও অর্জনের মধ্যে সেতু হচ্ছে শৃঙ্খলা।’

রোববার (১০ মার্চ) সকালে চট্টগ্রামের নাসিরাবাদে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বপ্নের সমান হতে পারবে যদি স্বপ্ন থাকে। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটি নয়, যেটি তুমি ঘুমিয়ে দেখ। স্বপ্ন সেটি যা তোমাকে ঘুমাতে দেয় না। সবাই স্বপ্ন দেখবে। একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখবে। এই বিশ্বকে তোমরা একটি শান্তিময় বিশ্ব হিসেবে গড়ার স্বপ্ন দেখবে।’

‘আমরা বলি, জীবনমুখী শিক্ষার কথা। আমরা বলি, জ্ঞানই শক্তি। কিন্তু শুধু জ্ঞানই শক্তি নয়। জ্ঞানকে যখন বাস্তবায়ন করা যায়, সেটাই হয় ক্ষমতা। শিক্ষার্থীরা জ্ঞানের সন্ধানে থাকবে, এটাই প্রত্যাশা’- যোগ করেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন বাজেটে প্রতি বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে। নতুন নতুন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। বছরের প্রথম দিন প্রায় ৩৫ কোটি নতুন বই বিতরণ করা হচ্ছে, যেটাকে আমরা বলছি বই উৎসব। প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বৃত্তি এবং উপবৃত্তি দেয়া হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ড গঠন, ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ এবং বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির উদ্দেশে বঙ্গবন্ধু ফেলোশিপ অব সাইয়েন্স অ্যান্ড আইসিটি টেকনোলজি এবং জাতীয় বিজ্ঞান ফেলোশিপের ব্যবস্থা করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাখাতে যেসব পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনবে। আশা করি তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ মেনে সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে।

সমাবর্তনে বক্তব্য রাখেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য ড. মুহাম্মদ সিকান্দার খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!