Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় গাড়ি চাপায় পুলিশ কন্সটেবল নিহতের ঘটনায় হেলপার গ্রেপ্তার

সাতকানিয়ায় গাড়ি চাপায় পুলিশ কন্সটেবল নিহতের ঘটনায় হেলপার গ্রেপ্তার

নিউজ ডেক্স : সাতকানিয়ায় গাড়ি চাপায় পুলিশ কন্সটেবল মো. রাব্বি ভুঁইয়া নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের হেলপারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. রুবেল (২৫)। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আমানত শাহ’র মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ এলাকায় লকডাউনের দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় দোহাজারী হাইওয়ে থানার পুলিশ কন্সটেবল মো. রাব্বি ভুঁইয়া নিহত হন।

এদিকে, গ্রেপ্তারকৃত হেলপার মো. রুবেল মাইক্রোবাসের চাপা দিয়ে পুলিশ কন্সটেবলকে মারার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।পুলিশ জানায়, দোহাজারী হাইওয়ে থানার পুলিশ কন্সটেবল মো. রাব্বি ভুঁইয়াকে গাড়ি চাপা দিয়ে মারার পর থেকে মাইক্রোবাসের চালক ও হেলপারসহ আসামীরা পলাতক রয়েছে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর আমানত শাহ’র মাজার এলাকা থেকে মাইক্রোবাসের হেলপার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার ২নং ওয়ার্ডের মালুমঘাট পূর্ব ডোমাখালীর বাহাদুর ফকিরের পুত্র মো. রুবেলকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাইক্রোবাসের হেলপার মো. রুবেল গাড়ি চাপা দিয়ে পুলিশ কন্সটেলকে মারার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

জবানবন্দিতে সে বলেছে, লকডাউন চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ দোহাজারী হাইওয়ে থানার সামনে একদল পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এসময় পুলিশ তাদের মাইক্রোবাসকে সিগন্যাল দিলে চালক প্রথমে গাড়ির গতি কিছুটা কমিয়ে থামানোর অভিনয় করে পরে দ্রুত গতিতে টান দিয়ে পুলিশকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ কন্সটেবল মো. রাব্বি ভুঁইয়া ঘটনাস্থলে নিহত ও অপর এক পুলিশ আহত হন। আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!