ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ১ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ১ লাখ টাকা জরিমানা

Jorimana-Pic-1

নিউজ ডেক্স : সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে নির্মাণাধীন একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং ভাটা ও চিমনির অংশবিশেষ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া ভাটার মালিককে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।

উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল নামক এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যা ৯ নভেম্বর বিকালে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্র মতে, পাঠানীপুল এলাকায় চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের বাদশা মিয়ার ছেলে মো. ইসমাইল, তার ভাই মো. আলী, সাতকানিয়ার কালিয়াইশের আবুল বশরসহ কয়েকজন মিলে নূরানী ব্রিকস ম্যানুফ্যাকচার্স নামে ইটভাটার কার্যক্রম শুরু করেছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উল্লেখিত স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালান। এ সময় ভাটার মালিকরা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!