ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শের আলী প্রেসিডেন্ট পুলিশ পদকে ভূষিত

শের আলী প্রেসিডেন্ট পুলিশ পদকে ভূষিত

44
নিউজ ডেস্ক :  দুর্ঘটনা কবলিত শিশুকে উদ্ধার করে সারাবিশ্বে পরিচিতি পাওয়া পুলিশ সদস্য শের আলী প্রেসিডেন্ট পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়েছে।
সোমবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের আলীকে প্রেসিডেন্ট পুলিশ পদক পরিয়ে দেন।
পুলিশ কনস্টেবল শের আলী চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা ইউনিটের উত্তর-দক্ষিণ বিভাগের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটে কর্মরত আছেন।
গত ১১ ডিসেম্বর চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্য শের আলী ছুটিতে কক্সবাজারের রামুতে নিজ বাড়িতে ছিলেন। এদিন রামু উপজেলার পানিরছড়া এলাকায় শের আলীর বাড়ির কাছে বাস উল্টে চারজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন। দুর্ঘটনার খবর শুনে সেখানে ছুটে যান তিনি। বাসের নিচে চাপা পড়া  ৫ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ছুটতে থাকেন । এ সময় শিশুকে কোলে নিয়ে তার কান্নার ছবি ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে স্থান পায় শের আলীর ছবিটি।
এদিকে প্রেসিডেন্ট পুলিশ পদক পাওয়ার পর শের আলী বলেন, সকলের দোয়ায় পিপিএম পদক পেয়ে ভাল লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!