ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | লোহাগাড়া-সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

লোহাগাড়া-সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

67808131_2455998097953737_5012303409403920384_n

নিউজ ডেক্স : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি আজ ৩০ জুলাই মঙ্গলবার দিনব্যাপী সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এবং দূর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার বিতরণ, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহনের মধ্য দিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র আমন্ত্রণে সাতকানিয়া মক্কার বাড়িস্থ গ্রামের বাড়িতে গমন করে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মধ্যাহ্ন ভোজ শেষে তিনি আমিলাইশ ও নলুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয় সরওয়ার বাজারে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এবং ছদাহা ইউপি মাঠে দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার বিতরণ করেন। সন্ধ্যা ছয়টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভাট মেরামতসহ কৃষকদের বীজ ধান, গৃহহীনদের পুনর্বাসনসহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোবারক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চ্যঙ্গার সঞ্চালনায় সরওয়ার বাজারে আয়োজিত সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মাহফুজুর রহমান টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্যা,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগেরর কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, আমিলাইশ ইউনিয়ন আ.লীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী, নলুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আহমদ মিয়া, চেয়ারম্যান এইচ,এম হানিফ, চেয়ারম্যান তছলিমা আক্তার, চেয়ারম্যান আনম সেলিম চৌধুরী, চেয়ারম্যা নেজামুদ্দিন, চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ রিদুওয়ান, টেরিবাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলহাজ্ব আমিনুল হক, সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান লায়ন ওসসান গণি চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক হারেছ মোহাম্মদ, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদত হোসাইন শাহেদ, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।

এদিকে, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, এসএম আবদুল জব্বার, শ্রমিকলীগের সভাপতি নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন প্রমুখ।

ড. নদভী এমপির প্রেস সচিব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!