ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বর্ষার প্রথম দিনে বৃষ্টিতে স্বস্তি

লোহাগাড়ায় বর্ষার প্রথম দিনে বৃষ্টিতে স্বস্তি

62471002_862691830757076_2105024550499516416_n

এলনিউজ২৪ডটকম : আজ ১ আষাঢ়। সকাল থেকেই মেঘলা আকাশ। দুপুরে বর্ষার প্রথম দিনের বৃষ্টিতে লোহাগাড়ায় নেমে এসেছে স্বস্তি। বর্ষার প্রথম দিনের বৃষ্টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!