ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

লোহাগাড়ায় পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

(ফাইল ছবি)

(ফাইল ছবি)

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আমিরাবাদ সুখছড়ি মরিচ্চা পাড়ায় একক ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে জোরপূর্বক ও চুরি করে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ২০ অক্টোবর পুকুরের মালিক মাষ্টার মাওলানা মোহাম্মদ আলী ৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি স্বপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন। অভিযুক্তরা প্রায় সময় আমার একক ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়। ঘটনারদিন সকাল ৭টায় অভিযুক্তরা জোরপূর্বক জাল দিয়ে প্রায় ১শ কেজি বেশী ছোট-বড় মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। খবর পেয়ে অভিযোগকারী সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে এসে পুকুর থেকে মাছ ধরে নেয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করার জন্য তেড়ে আসে এবং এভাবে আরো মাছ ধরে নিয়ে যাবে বলে হাকাবকা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা নানা রকম ভয়ভীতি ও হুমকি-ধমকী দিয়ে চলে যায়। অভিযুক্তরা যে কোন সময় পুণরায় মাছ ধরে নিয়ে যাবার আশংকা করছেন অভিযোগকারী।

অভিযুক্তরা হলেন মরিচ্চা পাড়ার মোঃ বেনঞ্চু (৩৫), মোঃ সেলিম (৩৮), মোঃ জব্বার (৩৬) ও মোঃ হেলাল (২৮)। অভিযুক্তদের কাউকে না পাওয়ায় এ ব্যাপারে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগকারীর অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!