ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় করোনা সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে সেনাবাহিনী

লোহাগাড়ায় করোনা সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে সেনাবাহিনী

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে কক্সবাজার সদর দপ্তর-১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এ সাইনবোর্ডগুলো স্থাপন করা হয়।

সাইনবোর্ডে করোনা ভাইরাস (কেভিড-১৯) সম্পর্কে জনসচেনতামূলক পরামর্শ এবং এ ভাইরাসের লক্ষণ, বিস্তার ও প্রতিরোধ ব্যবস্থাসমূহ উল্লেখ রয়েছে।

কক্সবাজার সদর দপ্তর- ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশীর জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধ করতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া ১৪ দিন কোয়ারেইন্টাইন থাকা অবস্থায় করণীয় ও সংক্রমণ চলাকালীন নির্দেশনা মেনে চালার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!