ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটাসহ তিন ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকার রিয়াদকে ৫০ হাজার টাকা, কলাউজান ইউনিয়নের পিএসবি ইটভাটার মালিক আইয়ুবকে ৫০ হাজার টাকা ও চুনতি ইউনিয়নের ফারেঙ্গা কিল্লাখোলা এলাকার মনসুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান জানান, অভিযান চালিয়ে কৃষিজমির টপসয়েল কাটায় রিয়াদ ও আইয়ুবকে এবং গাছ পাচারের দায়ে মনসুরকে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়েছে।

কৃষিজমির টপসয়েল, পাহাড়-টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এসব কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!