ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মরক্কোতে “শান্তি : অন্তধর্ম ও আন্ত:সংস্কৃতির বৈচিত্রতায় ২০১৭” সম্মেলন অনুষ্ঠিত

মরক্কোতে “শান্তি : অন্তধর্ম ও আন্ত:সংস্কৃতির বৈচিত্রতায় ২০১৭” সম্মেলন অনুষ্ঠিত

17838324_10212218378685136_1914796506_o(1)

এলনিউজ২৪ডটকম : আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর মরক্কোতে গতো ৬ ও ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে “শান্তি : আন্ত:সংস্কৃতির বৈচিত্রতায় ২০১৭” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। জাতিসংঘের ‘ইউনাইটেড ন্যাশন এলাইন্স অফ সিভিলাইজেশন’, ফেডারেশন অফ দ্যা ইউনির্ভাসিটি অফ দ্যা ইসলামিক ওয়ার্ড (এফডব্লিউআইডব্লিউ), আইএসইএসসিও এবং মদিনা একাডেমি ইন্ডিয়া এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর মরোক্কোর যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন লোহাগাড়ার কৃতিসন্তান, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর মরোক্কোর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডাইরেক্টর এবং সহকারী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন মাহি।

17858844_10212218379565158_1957392969_o

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ন্যাশন এলাইন্স অফ সিভিলাইজেশন’র প্রধান এইচ.ই. নাছির আবদুল আজিজ আল, আগাদীর সিটির মেয়র এইচ.ই. ছালেহ আল মালুকি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ. ই শাইয়ারিফ সামশুরী, রাশিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. প্রফেসর ভেলরী বরোভাইভসহ বিভিন্ন দেশের প্রায় ১৫ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩০টি দেশের প্রায় ২০০ এর অধিক ডেলিগেট উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্বরোপ করেন। বিভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতির ও সভ্যতার মানুষ যাতে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ জীবন-যাপন করতে পারেন তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!