ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মক্কায় আরও দুই হজযাত্রীর ইন্তেকাল

মক্কায় আরও দুই হজযাত্রীর ইন্তেকাল

hajj-jagonews-20170818135929

নিউজ ডেক্স : পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আবদুল হামিদ পাইকার ও ইয়ার আহমেদ নামে আরও দুই হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

বগুড়া সদরের বাসিন্দা ৬৫ বছর বয়সী আবদুল হামিদ পাইকার ১৭ আগস্ট মারা যান। তার পাসপোর্ট নম্বার বিজে ০৫১২৩১৮ এবং পিলগ্রিম নম্বার ০৯৯৫০৫০। একই দিন ফেনী ছাগলনাইয়ার ইয়ার আহমেদও মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার পাসপোর্ট নম্বার বিজে ওসি ৮২০৪০৫৫ এবং পিলগ্রিম নম্বার ০৯২৫১৪৬।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছর হজ পালন করতে মক্কায় ১৪ জন ও মদিনাতে ২ জনসহ মোট ১৬ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে এখন পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!