ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিএসইউএম উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

বিএসইউএম উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

image-34041-1527536558

নিউজ ডেক্স : মালেয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রানপ্রিয় সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) এর উদ্যোগে ইফতার মাহফিল এবং এক নৈশ ভোজ  অনুষ্ঠিত হয়েছে। রোববার মালয়শিয়ার রাজধানি কুলালামপুর এর বুকিত বিন্তাং এ অবস্তিত হোটেল সলিলের হল রুমে এ ইফতার মাহফিল এবং  নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।

মোঃ আব্দুল বাশিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএসইউএম’র সাধারণ সম্পাদক শামিম হামিদি এবং সংস্কৃতি বিষয়ক সভাপতি লিউরোনা চৌধূরী।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার প্রফেসর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এইচ. এম. জিহাদুল করিম তিনি সকল বাংলাদেশি স্টুডেন্টদের এক হয়ে গবেষনা মূলক কাজ করে বিদেশে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে আহবান জানান , মাহাসা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল বাশার  বলেন আজকের ছাত্র /ছাত্রীরা আগামির দেশ গড়ার কারিগর তাই এখন থেকেই নিজেকে দেশের উন্নায়ন মূলক কাজ করার সুস্থ সুন্দর মনোবল তৈরী করে সামনে এগিয়ে যেতে হবে |

প্রফেসর আব্দুল কুদ্দুস বলেন সকল স্টুডেন্টদের সফলতা সকল বাংজ্ঞালী জাতির অহংকার ,উক্ত সভায় উপস্তিত ছিলেন  মালয়শিয়ার বিশিষ্ট্য প্রবাসি ব্যাবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ত জনাব মোঃ আল হাজ্জ মকবুল হোসেন মুকুল, বক্তব্য প্রদানকালে বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোশাররফ হোসেন বলেন  বিএসইউএম এর সফলতায় সকল  প্রবাসি বাংজ্ঞালীরা অনেক গবিত , বক্তব্য প্রদানকালে মালায়শিয়া প্রেস ক্লাবাবের সভাপতি এবং বিশিষ্ট ব্যাবসায়ী জনাব এস . এম . রহমান পারভেজ বলেন মালয়শিয়ায় বসবাসরত আমরা সকল প্রবাসি ব্যবসায়ী এবং চাকুরীজীবিরা হলাম প্রবাসি সকল স্টুডেন্টদের অভিবাবক,তাদের পাশে আমাদের থেকে সকল প্রকার উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে চলার সাহস যোগাতে হবে l

বিএসইউএম  এর  নব নিয়যুক্ত সভাপতি মোঃ আব্দুল বাশির বক্তব্য প্রদান কালে সকল বাংজ্ঞালী স্টুডেন্টদের ঊদ্দেশ্য বলেন  মালয়শিয়ায় অধ্যয়নরত সকল স্টুডন্টদের যে কোন ধরনের সেবার  জন্য  বিএসইউএম পরিবারের সেবার দার সবসময় উন্মুক্ত, তিনি আরোও বলেন বাংলাদেশ কে একটি উন্নায়নশীল দেশে পরিনত করতে সকল স্টুডেন্ট কে উচ্চ শিক্ষায় জ্ঞান অজনের পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হতে আহবান জানান , বিএসইউএমএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক  সভাপতি মো. রবিউল ইসলাম  বিএসইউএম এর সকল স্টুডেন্টদের উদ্দেশ্য বলেন তাদের কস্টে গড়া এই পরিবার সারা জীবন যেন এই রকম উন্নায়নের ধারাবাহিকতায় চলে, বিএসইউএম সহ-সভাপতি ফায়জুল হক বলেন এটি একটি  অরাজনৈতিক সংগঠণ এখানে সবাই এক জাতি আর এক দেশ তথা বাংলাদেশের জন্য দল ,মত নিবিশেষে কাজ করবে, তিনি আরোও বলেন এই পরিবারে কোন জাতিগত ভেদাভেদ নাই|

এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাপলা মেহজাবিন ,খান সরফরাজ, শরিফুদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ, নজরুল ইসলাম, Mainul Islam.  সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মানুন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আহমেদ আদনান, হাসিব, করিম , জুবায়ের, নাহিদ, ফয়সাল, রাকিব, সাজ্জাদ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া’র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন লোহাগাড়ার কৃতি সন্তান এবং lohagaranews24.com’র উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!