Home | অন্যান্য সংবাদ | বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জার

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জার

image-85258

নিউজ ডেক্স : আরেকটি যুগের অবসান। রবিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জার। ২০ বছর ধরে অগণিত নেটিজেনের মনোরঞ্জনের পরে বিদায় নিচ্ছে নব্বইয়ের দশকে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা এই চ্যাট মেসেঞ্জার।

ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, নানা নতুন প্রযুক্তি এসে যাওয়ায় অনলাইন মেসেঞ্জিংয়ের ধরন অনেকটা পাল্টে গিয়েছে।

ফেসবুক চ্যাট এবং হোয়্যাটসঅ্যাপ বাজারে এসে পুরো ছবিটাই পাল্টে দিয়েছে। এমন অবস্থায় ইয়াহু মেসেঞ্জার চালিয়ে যাওয়া লাভজনক নয়।

১৯৯৮ সালে ইয়াহু মেসেঞ্জারের সংস্কার করা হয়। তাতে মোবাইল ও ট্যাবলেটে ইয়াহু মেসেঞ্জার ব্যবহার জনপ্রিয় করার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি।

শেষ মুহূর্তে চেষ্টা করা হয়েছিল, ইয়াহুর প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি নতুন কোনো মেসেঞ্জার অ্যাপ বানানো যায়। সেই প্রয়াসও ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!