ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী

ছবি-ফাইল

ছবি-ফাইল

নিউজ ডেক্স : বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ কৃতী শিক্ষার্থীর মধ্যে ২০১৫ সালের ১২৪ জন এবং ২০১৬ সালের ১৪১ শিক্ষার্থী রয়েছেন।

জানা গেছে, এসব শিক্ষার্থীরা সবাই ২০১৫ ও ২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোবাবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন। দেশের বিশ্ববিদ্যালসমূহের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে ইউজিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!