ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ বাড়ছে

প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ বাড়ছে

নিউজ ডেক্স : অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহারের কারণে সামুদ্রিক দূষণ মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এজন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সেমিনারে সমুদ্র গবেষকরা জানিয়েছেন মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। জেলেদের জালে আগামীতে মাছের চেয়ে প্লাস্টিকই বেশি উঠে আসবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণা: অর্জন, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড এবং বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স’ শীর্ষক কি-নোট স্পিচ উপস্থাপন  করেন যথাক্রমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণক সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধি অংশ নেন। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!