Home | দেশ-বিদেশের সংবাদ | প্রধানমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ তদন্তে কমিটি

প্রধানমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ তদন্তে কমিটি

biman20161128122825

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট বিজি-১০১১ (রাঙা প্রভাত)-এর  যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান।

বাংলাদেশ বিমানের কারিগরি শাখার প্রধান ক্যাপ্টেন ফজর মাহমুদ চৌধুরীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পানি সম্মেলনে যোগ দিতে রোববার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারিয়ে বিমানটি হাঙ্গেরির পথে রওনা হয়। বিজি ০০১ ফ্লাইটকে ভিভিআইপি ফ্লাইটের ব্যাকআপ কাভারেজ দেয়ার জন্য তাৎক্ষণিকভাবে সেখানে পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!