ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | আগামীকাল চট্টগ্রামে পরিবহন ধর্মঘট

আগামীকাল চট্টগ্রামে পরিবহন ধর্মঘট

file-3

নিউজ ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালিত হবে। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান এ ধর্মঘট আহ্বান করে।

সোমবার বিকেলে দেয়া সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম আন্তঃজেলা রোড, উত্তর চট্টগ্রামের জন্য বাস, কোচ, ট্রাক, প্রাইমমোভার ট্রেইলার টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানি ও নির্যাতন বন্ধ, চট্টগ্রাম মহানগরীতে বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা, অটোটেম্পো পার্কিং স্পোট নির্ধারণ, সরকার কর্তৃক ঘোষিত শ্রমিক কল্যাণ তহবিলের টাকা সহজ পদ্ধতিতে প্রাপ্তি নিশ্চিতকরণসহ ৯ দাবিতে ধর্মঘট ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ১৩ মার্চ তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও ৯ এপ্রিল ২০১৩ চট্টগ্রাম বিআরটিএ’র সার্কুলারের মাধ্যমে ঘোষণাকৃত ৪ হাজার অটোরিকশার অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, সন্ত্রাসী কায়দায় সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার পায়তারা বন্ধ, বিআরটিএ ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক দফতরের দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিবাদসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে ৩০ নভেম্বর বুধবার ভোট ৬ টা পর্যন্ত ধর্মঘট পালিত হবে।

এদিকে চট্টগ্রাম মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের ৫টি জেলায় ২৪ ঘন্টা সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট সফল করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান চট্টগ্রাম আঞ্চালিক শাখার অন্তর্ভুক্ত ৪৩টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরি সভা সোমবার সকাল ১১টায় সংগঠনের ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহামদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী আবদুস ছবুর, সদস্য সচিব হুমায়ুন কবীর, হারুনুর রশিদ, খোরশেদ আলম, হাজী আবদুল নবী লেদু, মো. ইউসুফ প্রমুখ।

সভায় শ্রমিক নেতারা আগামীকাল সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টা সর্বাত্মক সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট সফল করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!