ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | নারীর ভাগ্যোন্নয়নে কাজ করতে চান উদ্যোক্তা মারজানা আক্তার

নারীর ভাগ্যোন্নয়নে কাজ করতে চান উদ্যোক্তা মারজানা আক্তার

আসন্ন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা মারজানা আক্তার।

রোববার (১৭ই জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানের হাতে মনোনয়ন জমা দেন তিনি। 

মনোনয়ন জমাদান শেষে গণমাধ্যমকে মারজানা আক্তার বলেন, নারীর ভাগ্যোন্নয়নের পাশাপাশি অবহেলিত নারী সমাজের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ৪, ৫, ৬নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছি, বিগত সময়ে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের নারীরা সকল ক্ষেত্রে বঞ্চিত ছিল তাই এলাকাবাসী আমাকে নির্বাচনের মাঠে এনেছেন, আমি বিশ্বাস করি আমাকে আমার নির্বাচনী এলাকার মানুষের ভালবাসা নিয়ে নির্বাচনে জয়ী হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পাব। 

নির্বাচিত হলে নারী ও শিশুদের জন্য আলাদা সেল গঠন করে সকল ধরনের আইনি সহায়তা করার পাশাপাশি শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ভুমিকা রাখবেন বলে জানান মারজানা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!