Home | দেশ-বিদেশের সংবাদ | ‘দুই-একটা ভুলে’ অভিযান প্রশ্নবিদ্ধ হবে না: কাদের

‘দুই-একটা ভুলে’ অভিযান প্রশ্নবিদ্ধ হবে না: কাদের

163957obaidul-quader

নিউজ ডেক্স : টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের মৃত্যু যদি আইনশৃঙ্খলা বাহিনীর ‘ভুলের’ কারণেও হয়, তাতেও চলমান মাদকবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ হবে না বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘এ ধরনের অভিযানে দুই-একটা ভুল হতেই পারে।’

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে শতাধিক মৃত্যু ঘটেছে ইতোমধ্যে, যাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছেন মানবাধিকারকর্মীরা।

সমালোচনার মুখেও এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা এসেছে সরকারের কর্তাব্যক্তিদের কাছ থেকে।

এর মধ্যেই টেকনাফের যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর একরামের পরিবার অভিযোগ তুলেছে, তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

বক্তব্যের সপক্ষে মৃত্যুর আগে একরামের সঙ্গে টেলি কথপোকথনের একটি অডিও টেপও প্রকাশ করেছে তার পরিবার, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।

শনিবারের অনুষ্ঠানে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী ওবায়দুল কাদের।

একরামের মৃত্যু নিয়ে বিতর্ক চলমান মাদকবিরোধী অভিযানকে প্রশ্নের মুখোমুখি করল কি না- সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘মোটেই না।’

ওবায়দুল কাদেরের দাবি, মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য থেকে।

‘এ ধরনের একটা বড় কাজে, যা দেশের সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে। এখন একটি মতলবী মহল এর বিরোধিতা করছে স্রেফ রাজনৈতিক কারণে। রাজনৈতিক বিরোধিতার খাতিরেই বিরোধিতা হচ্ছে। সরকারের প্রতিপক্ষরাই বিরোধিতা করছে।’

মানবাধিকারকর্মীদের পাশাপাশি বিএনপি মাদকবিরোধী অভিযানে হতাহত নিয়ে প্রশ্ন তুলে আসছে।

অভিযানের প্রয়োজনীয়তা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘মাদক সুনামির মতো সারাদেশে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থায় শুধু ক্যা‌ম্পেই‌নে মাদকের স্রোত থামানো যাচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!