ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

58306_bd pre

নিউজ ডেক্স : নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদাহাস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই টারগারদের। সে লক্ষ্যে এদিন টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিং করতে আমন্ত্রন জানিয়েছেন মাহমুদউল্লাহ।

বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। ১৫ মিনিট বিলম্বে টস হয়। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে।

শনিবার কলম্বোয় দুপুর আড়াইটা থেকেই শুরু হয় বৃষ্টি। আবহাওয়া রিপোর্টে আগে থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তারপরও বলা যায়, আচমকাই বৃষ্টি নামে। তবে স্বস্তির খবর আসে বিকেল চারটায়। জানা যায়, বৃষ্টি থেমে গেছে।

তবে আকাশে ঘনকালো মেঘ ছিল। আবারও বৃষ্টি নামার তাই সম্ভাবনা ছিল। বৃষ্টি নেমেছেও। এই বৃষ্টি চলেছে সাতটা পর্যন্ত। ফলে ১৫ মিনিট দেরি করে ৭টা ১৫ মিনিটে টস হয়েছে। শেষ পর্যন্ত টস ভাগ্যটা আর মাহমুদদউল্লাহকে বিমূখ করেনি। টস-ভাগ্যটাকে পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এবার ম্যাচটা জিততে চান তিনি।

ভারতের কাছে প্রথম ম্যাচে হারা একাদশের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ। লম্বা সময় পর টি-টোয়েন্টিতে একই একাদশ নিয়ে খেলছে তারা। দলে পাঁচ বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান। অপরদিকে ভারতের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জেতা একাদশ ধরে রেখেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা দল: দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, আকিলা দনঞ্জয়া, দুশমন্থ চামিরা ও নুয়ান প্রদিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!