ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি, প্রভাব বিশ্ববাজারে

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি, প্রভাব বিশ্ববাজারে

আন্তর্জাতিক ডেক্স : সৌদি আরব জুলাইতে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যদিও আগামী দুই মাসের মধ্যে তেলের উৎপাদন বাড়াতে রাজি হয়েছে ওপেক। সোমবার (৬ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯১ সেন্টস বা শূন্য দশমিক আট শতাংশ বেড়ে ১২০ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দাম ৯৩ সেন্টস বা শূন্য দশমিক আট শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

সৌদি আরব এশিয়ায় আরব লাইট ক্রুডের অফিশিয়াল বিক্রয় মূল্য জুনে চার দশমিক ৪০ ডলার প্রিমিয়াম থেকে বাড়িয়ে ছয় দশমিক ৫০ ডলার প্রিমিয়াম করেছে। দেশটির রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী কোম্পানি আরামকো এ তথ্য জানিয়েছে।

তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেক গত সপ্তাহে উৎপাদন বাড়ানোর ঘোষণা দেয়। তারপরও দাম বাড়ার খবর এল। জুলাই-আগস্টে সংগঠনটি দৈনিক উৎপাদন ছয় লাখ ৪৮ হাজার ব্যারেল বাড়ানোর কথা জানিয়েছে, যা আগের পরিকল্পনার চেয়ে ৫০ শতাংশ বেশি। এদিকে ইরাকও তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটি জুলাইতে দৈনিক চার লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করবে।

তাছাড়া ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুইটি কোম্পানিকে ভেনেজুয়েলার তেল ইউরোপে সরবরাহের অনুমোদন দেবে দেশটি। জানা গেছে, ইতালীয় তেল কোম্পানি এনি এসপিএ ও স্পেনের রেপসোল এসএ আগামী মাসের মধ্যেই ভেনেজুয়েলার তেল ইউরোপে পাঠানো শুরু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!