ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | জাগো হে নারী

জাগো হে নারী

103

___জেসমিন সুলতানা চৌধুরী___

আর নয় ক্রোন্ধন,
নাই বা থাকুক অমানুষের ভয়ার্ত বন্ধন।
যুগ যুগ ধরে পরিহিত
লৌহ শৃঙ্খলে কর কষাঘাত,
তোমায় করেছে ব‍্যথিত, জর্জরিত, যতটা আঘাত।
প্রতিটা আঘাত ফিরিয়ে নাই বা পার দিতে,
তবে রেখো মনে অতি সন্তর্পণে।
মাথা উঁচু করে বাঁচতে হলে প্রয়োজন শিক্ষার,
প্রয়োজন আত্মনির্ভরশীল তার।
কেউ হাতে তুলে দেয়নি কখনো অধিকার।
চোখের পানিতে ভেজায় বালিশ
পর নির্ভরশীল রমনী,
সহে সব ব‍্যভিচার,অনাচার।
নিজহাতে গড়া সংসারের মায়া অশেষ,
হৃদয়ে অবিরাম রক্তক্ষরণ,
ক্ষয়ে ক্ষয়ে নিঃশ্বেষ।
তবু আঁকড়ে ধরে বেঁচে থাকার সংকল্পে দিন করে শেষ।

তোমরাই নারী,
পাল্টাতে হবে এ ঘুনে ধরা সমাজ।
আর নয় চুপ থাকা,
আর নয় কোন ছাড়।
এ সমাজ পুরুষতান্ত্রিক,
নারীকে পৈশাচিক ভাবে দমীয়ে পুরুষ খুঁজে সুখ।
মোহাচ্ছন্ন যাদুর পরশে যাকে না দেখলে
রৌদ্রোজ্জ্বল দিনকে রাত মনে হতো,
একটু আলাপ না হলে চন্দ্রালোকিত উজ্জ্বল রাত ও বিভীষিকাময় হয়ে
নির্ঘুম রাত পার হতো,
সে ভালোবাসার ও রং বদলায়!
ঘন কালো আঁধার মেঘে
ও ঝলমলে রোদ দেখতে পায়।
লোক লজ্জার ভয়ে,
সমাজের রক্তচক্ষুর ভয়ে,
ভীত হয়ে যতোই রাখো মাথা নুয়ে,
ততোই প্রবল বর্ষণ আসে ধেয়ে।

তোমরাই নারী,
এ বিশ্ব ইতিহাসের রূপকার।
যাও এগিয়ে-
আত্মনির্ভরশীল রমনী পরে জয়ের মালা,
সফলতার স্বর্ণালী সিঁড়ি বেয়ে।
আর নয় অন্ত,হও দৃষ্টান্ত।
জানি ,সে পথ বন্ধুর।
বন্ধুর পথ বেয়ে খুঁজে নিতে হবে মসৃণতার,
সুন্দর আগামীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!