ব্রেকিং নিউজ
Home | অন্যান্য সংবাদ | বদ নজর থেকে মুক্ত থাকার আমল

বদ নজর থেকে মুক্ত থাকার আমল

Amal-Top20170405131512

ধর্ম ডেস্ক : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়াও এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম (اَلْحَفِيْظُ) ‘আল-হাফিজু’ ।

(اَلْحَفِيْظُ) ‘আল-হাফিজু’ -এর অর্থ হলো- সৃষ্টি জগতকে সব বিপর্যয় ও ক্ষতি হতে হেফাজতকারী।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْحَفِيْظُ) ‘আল-হাফিজু’ -এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
Amal
উচ্চারণ : ‘আল-হাফিজু’
অর্থ : সবচেয়ে বড়, যার নিকটেও কেই নেই; তিনি ব্যতীত সব কিছুই ছোট; আসমান জমিনের মহিমা ও গর্ব শুধুমাত্র তারই’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْكَبِيْرُ)-এর আমল-

ফজিলত
>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْحَفِيْظُ) ‘আল-হাফিজু’ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলকে হেফাজত করবেন।
>> আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের মধ্যে যারা নিয়মিত আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْحَفِيْظُ) ‘আল-হাফিজু’ পাঠ করবে, তিনি তাঁর ওই প্রিয় বান্দাকে পাপ কাজ পতিত হওয়া থেকে হেফাজত করবেন।

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক মুবারক নাম (اَلْحَفِيْظُ) ‘আল-হাফিজু’ লিখে ডান হাতের বাজুতে বেঁধে রাখবে, ওই ব্যক্তি পানিতে ডুবে যাওয়া; আগুনে পুড়ে যাওয়া; বিপদাপদ-দুর্ঘটনা; দুষ্ট আত্মা ও বদনজর হতে সুরক্ষিত থাকবে।

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি পাঠ করার মধ্য দিয়ে উল্লেখিত কল্যাণগুলো দান করুন। সব বিপদাপদ থেকে রক্ষা করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!