Home | ব্রেকিং নিউজ | চুনতির সাতগড় ছড়ার ভাঙ্গনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

চুনতির সাতগড় ছড়ার ভাঙ্গনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

67164069_440538249861942_9105113419484233728_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় কুলালপাড়ায় সাতগড় ছড়ার পাড় ভাঙ্গনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পানির ঢলে সাতগড় ছড়ায় ভাঙ্গন দেখা দেয়। ফলে লোকালয়ে ঢুকে পড়ে পানি। সাতগড় ছড়াটি পার্বত্য বান্দরবান জেলার আজিজনগর থেকে শুরু হয়ে আধুনগর এলাকায় ডলু নদীর সাথে মিশিছে।

স্থানীয় কৃষক নূর আহমদ ও লাল মিয়া জানান, সাতগড় ছড়ার ভাঙ্গনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কৃষকের ধানের বীজতলা ও সব্জি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়াও অনেক মৎস্য খামারীর মাছ পানিতে ভেসে গেছে। খালের ভাঙ্গন দ্রুত সংস্কার করা না হলে পুণরায় ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা করছেন তারা।

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু জানান, সাতগড় ছড়ার ভাঙ্গন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। নচেৎ পুণরায় কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!