ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ল্যাংড়া আরিফসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামে ল্যাংড়া আরিফসহ তিনজন গ্রেফতার

yaba-arif-or-lengra-arif-pi-20181016190829

নিউজ ডেক্স : চট্টগ্রামে মাদকের আখড়া নামে খ্যাত বরিশাল কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়।মঙ্গলবার ভোরে নগরীর বরিশাল কলোনি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন মো. আরিফ (২২) ওরফে ল্যাংড়া আরিফ, খায়রুল হক মোল্লা রনি (২৬) ও তানভির ইসলাম শুভ (২০)।

জানা যায়, বেশ কয়েক বছর আগে ট্রেনে কাটা পড়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়। এরপর থেকে সে বরিশাল কলোনিতে মাদক বিক্রির সঙ্গে যুক্ত হয়। আরিফকে এখন ল্যাংড়া আরিফ নামেই সবাই চেনে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ, এক হাজার ৭০ পিস ইয়াবা এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘বরিশাল কলোনিতে গত মে মাসে পুলিশি অভিযানের পর সেখানে মাদকের ব্যবসা বন্ধ ছিল। আরিফ নিজের প্রতিবন্ধীকে কাজে লাগিয়ে আবারও মাদকব্যবসা শুরু করে।’

তিনি আরও বলেন, ‘ল্যাংড়া আরিফ মূলত মাদক ব্যবসায়ী চেইনের শুরু। তার মাধ্যমে মাদক বিপণনের কাজ হলেও পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে আরেক মাদক ব্যবসায়ী শুক্কুর। গতকাল রাত থেকে টানা অভিযানে প্রথমে আরিফ এবং পরে রনি ও শুভকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ, এক হাজার ৭০ পিস ইয়াবা এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

এর আগে গত ২৩ মে পুলিশের এক সাঁড়াশি অভিযানে চট্টগ্রামে মাদকের আখড়া নামে খ্যাত বরিশাল কলোনি গুঁড়িয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!