ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে চাল মজুতদারীর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামে চাল মজুতদারীর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

চাল20170619 (1)

নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগরের চাক্তাই এলাকায় ১৯ সেপ্টেম্বর চাল মজুতদারীর বিরুদ্ধে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সমন্বয়ে বাজার মনিটরিং টিমের অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে হাজী বদিউর রহমান এন্ড সন্স কর্তৃক অতিরিক্ত মূল্যে চাল বিক্রি এবং অতিরিক্ত চাল মজুতের অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।

এ সময় কতিপয় দুষ্কৃতিকারী আসামীকে ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং মোবাইল কোর্টের কার্যক্রমে বাঁধা প্রদান করে। এ পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং র্যা ব-৭ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে শক্তিবৃদ্ধি করে।

অভিযানে আসামী মোঃ দিদারুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩ (তিন ) মাস কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং মোবাইল কোর্ট কার্যক্রমে বাঁধা প্রদানের অভিযোগে আসামী মোঃ জাহিদুল ইসলাম শাওন কে দন্ডবিধি,১৮৬০ এর ১৮৬ ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের ফেসবুক আইডি “জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম” থেকে এ তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!