Home | উন্মুক্ত পাতা | স্বেচ্ছায় রক্ত দেয়া যাঁর নেশা

স্বেচ্ছায় রক্ত দেয়া যাঁর নেশা

21751867_1520376584696992_5519276913565283147_n(1)

মারুফ খান : শুরুটা ২০০৪ সাল। নিজের পিতার জীবন মৃত্যুর সন্ধীক্ষণে জরুরি রক্তের প্রয়োজনে নিজেই রক্ত দেন নেওয়াজ হোছাইন নিষাদ। চিকিৎসার জন্য প্রথম রক্ত দিয়ে স্বেচ্ছায় রক্ত দাতাদের একজন হন তিনি।

তবে, শুরুটা পরিবারের সদস্যদের দিয়ে হলেও পরবর্তীতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনে রক্ত দিতে ছুটে চলেছেন নেওয়াজ হোছাইন নিষাদ। তাইতো গত ১৮ সেপ্টেম্বর ২৫ তম রক্তদাতা হিসেবে নিজের নাম লেখান তিনি। সর্বশেষ তিনি চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় লাইভ সেইভ ব্লাড ব্যাংকে অপরিচিত এক রোগীকে রক্ত দিয়েছেন।

তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার করইয়ানগর গ্রামে। তবে, বর্তমানে চট্টগ্রাম শহরে বসবাস করছেন। তিনি রেনেসাঁ ইয়ং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, করইয়ানগর বাহাদুর পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

স্বেচ্ছায় রক্ত দেওয়ার বিষয় জানতে চাইলে নিষাদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তদানে উৎসাহী হয়েছেন। তাঁর দেয়া রক্তের বিনিময়ে একজন অসহায় মানুষের জীবন বাঁচবে এমন তাগিদ থেকেই রক্ত দিচ্ছেন বলেও জানান নিষাদ।

প্রতি তিন মাস অন্তর রক্তদানের নিয়ম থাকলেও জরুরি প্রয়োজনে এর আগেও রক্ত দিয়েছেন নিষাদ। শুধুমাত্র তাঁর রক্তের বিনিময়ে এক মানুষের জীবন ফিরে পাবেন সে আশায়।

নিষাদ স্বেচ্ছায় রক্ত দানের ব্যাপারে আত্মীয়-স্বজন ও সহপাঠীরা প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন।  তবে তাঁর রক্ত দান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, যতদিন সামর্থ থাকবে ততদিন অন্যের প্রয়োজনে রক্তদানে ছুটে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!