Home | দেশ-বিদেশের সংবাদ | ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা গ্রেফতার

ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা গ্রেফতার

CTG_Dudok-5-November-2019-750x563

নিউজ ডেক্স : ঘুষের টাকাসহ এক ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গ্রেফতার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের নাম মো. রেজাউল করিম বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. রেজাউল করিম কর অঞ্চল-২ এর আওতাধীন সার্কেল ৩১ এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে ঘুষের টাকাসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ঘুষ বাবদ এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’

লুৎফুল কবির চন্দন বলেন, ‘রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল আমাদের কাছে। মঙ্গলবার এক ব্যক্তির ইনকাম ট্যাক্সের ফাইল বাবদ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে রেজাউল। খবর পেয়ে দুদক টিম ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!