Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

উখিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

30-1-2018
কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ হাজার ৪৬০পিস ইয়াবা, নগদ টাকা ও ৩ টি মোবাইল সেটসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে।
২৯ জানুয়ারি সকালে উখিয়ার উপজেলা মহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করে। কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতরা হলো বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৯১ এর দ্বীন ইসলামের পুত্র মোঃ মঞ্জুর রহমান (২০), ব্লক ডি-৩ এর নজির আহমদের পুত্র মোঃ ইউনুছ (৩২), ব্লক বি-৯১ এর শহিদুল্লাহ’র পুত্র মোঃ আজিজুল্লাহ (৩২)।
আটককৃতদের রোহিঙ্গা ও উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের বলেন আটক রোহিঙ্গাদের মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!