ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৫তম দিবস

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৫তম দিবস

97

এলনিউজ২৪ডটকম : আজ ২৫ ডিসেম্বর রবিবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৫তম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন ঠাকুরদিঘী হেমায়েতুল ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল আজিজী। “সুরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন কলাউজান খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন।

বাদ মাগরিব অধিবেশনে “তাবুক যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব, এতে সাহাবায়ে কিরাম (র.) এর ত্যাগ ও কুরবানীর বিবরণ” বিষয়ে ওয়ায়েজ করবেন চট্টগ্রামস্থ ওমর গণি এম.ই.এস কলেজের অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম. খালেদ হোসাইন, “র্শিক ও বিদ্’আতের পরিচয়। মানবজীবনে এর ভয়াবহতা” বিষয়ে ওয়ায়েজ করবেন রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আবদুল হক ও “মুহাম্মদুর রাসুলুল্লাহ (স.) বিশ্বনবী ও সার্বজনীন আদর্শ” বিষয়ে ওয়ায়েজ করবেন ঢাকার বায়তুল আফসার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আজিজী।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!