ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | আগাম সতর্কতা: ভারতজুড়ে হাসপাতালে কোভিড মহড়া

আগাম সতর্কতা: ভারতজুড়ে হাসপাতালে কোভিড মহড়া

আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট মিলেছে। ভারতের বিমানবন্দরে বেশ কিছু ব্যক্তির শরীরেও নতুন ধরনের ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এজন্য তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারতজুড়ে সরকারি হাসপাতালগুলোতে কোভিড মহড়া শুরু হয়েছে। নতুন করে কোভিডের সংক্রমণ বাড়লে কীভাবে তা মোকাবিলা করা হবে, তা বুঝতে এই মহড়া চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশের হাসপাতালগুলোতে ভয়াবহ অব্যবস্থাপনার ছবি দেখা গিয়েছিল। আবারও যেন সেই অবস্থা না হয় সেজন্য এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে কেরালা, তামিলনাড়ু থেকে দিল্লি – সর্বত্রই চলছে কোভিড মহড়া।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী মনশুখ মান্ডাভিয়া নিজে আছেন দিল্লির সাফদরজঙ্গ হাসপাতালে। তিনি বলেছেন, ‘কোভিডের প্রকোপ বাড়লে হাসপাতালগুলো যাতে তৈরি থাকে, সেজন্য এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!