ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | আগামীকাল লোহাগাড়ায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই : নতুন আবেদন ১০০টি

আগামীকাল লোহাগাড়ায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই : নতুন আবেদন ১০০টি

Mukti-Jodda02

এলনিউজ২৪ডটকম : আগামীকাল ২৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্স হলে লোহাগাড়ার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যে গঠিত কমিটি প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করবেন।

যাচাই-বাছাই কমিটির মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সভাপতি, ইউএনও মোহাম্মদ ফিজনূর রহমান সদস্য সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি হিসাবে আবদুল হামিদ বেঙ্গল সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আকতার আহমদ সিকদার সদস্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি হিসাবে রশিদ আহমদ ছিদ্দিকী সদস্য, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে মোস্তফিজুর রহমান সদস্য, এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে জসিম উদ্দিন সদস্য।

জানা যায়, নতুন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হতে এ পর্যন্ত ১০০ জন লোক আবেদন করেছেন। লোহাগাড়ার পুরো এলাকায় গত বুধবার সারাদিন মাইকিং করে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য জানিয়ে দেয়া হয়েছে।

লোহাগাড়ায় ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও বাংলাদেশ গেজেটসহ সব মিলিয়ে ১০৫ জন মুক্তিযোদ্ধা রয়েছে। তবে তাঁদের মধ্যে ভাতা পাচ্ছেন ৮০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!