Home | দেশ-বিদেশের সংবাদ | অ্যাপসের মাধ্যমে ভোটের সব তথ্য জানাবে ইসি

অ্যাপসের মাধ্যমে ভোটের সব তথ্য জানাবে ইসি

নিউজ ডেক্স : অ্যাপসের মাধ্যমে নির্বাচনের সব তথ্য ভোটারসহ সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি টেকনিক্যাল কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করতে চাচ্ছি। এটা আমরা এবং নাগরিকরাও ব্যবহার করতে পারবে। এতে কার ভোট কোন কেন্দ্রে, প্রার্থী কারা, নির্বাচনি এলাকার ম্যাপ, কোথায় কত ভোট পড়ল ও তার গ্রাফ, ফিগার; কোন প্রার্থী কোথায় এগিয়ে থাকলো; সেগুলো থাকবে।

তিনি বলেন, অ্যাপসে আট ধরণের তথ্য পাওয়া যাবে। কে জিতল সঙ্গে সঙ্গে জানতে পারবে সবাই। এটা প্রাথমিক সিদ্ধান্ত। এজন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। তারা যাচাই করে মতামত দেবে। এরপর কমিশন থেকে সিদ্ধান্ত আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!