ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | অবশেষে চরম্বায় জামছড়ি খালের উপর ব্রিজ নির্মিত হচ্ছে

অবশেষে চরম্বায় জামছড়ি খালের উপর ব্রিজ নির্মিত হচ্ছে

27

এলনিউজ২৪ডটকম : বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে লোহাগাড়া উপজেলার চরম্বা জামছড়ি খালের উপর একটি পিআইও ব্রিজ তৈরি করা হচ্ছে। ৩০ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ বিশিষ্ট ব্রিজটি তৈরি করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, স্থানীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সেতু কালভার্ট কর্মসূচির প্রকল্প পরিচালক বরবারে দেয়া বিশেষ ডিও লেটারের পরিপ্রেক্ষিতে এ ব্রিজ তৈরি অনুমোদন দেয়া হয়। ব্রিজটি নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কার্যাদেশ দেয়া হবে। এক মাসের মধ্যে কাজ শুরু হবে।

ভূক্তভোগীরা জামছড়ি খালের উপর ব্রিজ নির্মাণের সংবাদে খুবই আনন্দিত এবং দ্রুত ব্যবস্থা নেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চরম্বার জামছড়ি খাল পারাপারে ২৫ হাজার মানুষের ভরসা ঝুঁকিপূর্ণ সাঁকো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!