Home | লোহাগাড়ার সংবাদ | ৯ দুঃস্থদের মাঝে ব্যাটারী চালিত রিক্সা বিতরণ করেছেন সৈয়দা সুফিয়া খাতুন

৯ দুঃস্থদের মাঝে ব্যাটারী চালিত রিক্সা বিতরণ করেছেন সৈয়দা সুফিয়া খাতুন

135

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৯ জন দুঃস্থদের মাঝে ব্যাটারী চালিত রিক্সা বিতরণ করেছেন নোমান গ্র“পের ভাইস চেয়ারম্যান ও মাসিক আল-জান্নাত’র সম্পাদক সৈয়দা সুফিয়া খাতুন। আজ ২৬ ফেব্র“য়ারী বিকেলে আধুনগরের গ্রামের বাড়ি প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে এ রিক্সা তুলে দেন তিনি। জানা যায়, ইসমাঈল আঞ্জুমানা আরা ওয়েল ফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে এ রিক্সাগুলো বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্ট’র পরিচালক মোঃ নুরুচ্ছফা, ইঞ্জিনিয়ার মোঃ নাছির উদ্দিন ও সাংবাদিক জাহেদুল ইসলাম প্রমুখ।

সৈয়দা সুফিয়া খাতুন বলেন, খোঁজ-খবর নিয়ে এলাকার অসহায় ৯ জনের মাঝে এ রিক্সা বিতরণ করা হয়েছে। এ রিক্সা দিয়ে উপার্জন করে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আগামীতেও ট্রাষ্টের পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রিক্সা প্রাপ্তরা নোমান গ্র“পের সফলতা কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!