ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ২২ অক্টোবর চট্টগ্রাম আসছে বিশ্বকাপ ট্রফি

২২ অক্টোবর চট্টগ্রাম আসছে বিশ্বকাপ ট্রফি

c20150330100002

নিউজ ডেক্স : ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১১ মাস বাকি। ফুটবল কিংবা ক্রিকেট, বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করাটা একটি রীতি। সে রীতি থেকে সরছে না ক্রিকেট বিশ্বকাপের ট্রফিও। বরাবরের মতই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের। আগামীকাল ২৭ আগস্ট থেকে বিশ্বভ্রমণে বের হবে আইসিসির বিশ্বকাপ ট্রফিটি। যার প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকট। সেখান থেকে পরের নয় মাস বিশ্বজুড়ে ৬০টি শহরে ঘুরবে ট্রফিটি। বাংলাদেশে এসে পৌঁছাবে ট্রফিটি ১৭ অক্টোবর। আর চট্টগ্রাম আসবে ২২ অক্টোবর। ট্রফির এই ভ্রমণ শুরু হবে দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে। পাঁচটি উপমহাদেশের ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে বিশ্বকাপের এই ট্রফি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম আর ফ্রান্সও। তবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও আফগানিস্তানে যাচ্ছে না সোনালি ট্রফিটি।

সেখানকার নিরাপত্তা ব্যস্থার কারণে হয়তো আইসিসি বিশ্বকাপ ট্রফি ভ্রমণের তালিকায় রাখেনি দেশটির নাম। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিশ্বকাপের ট্রফিটি একে একে ঘুরবে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স,বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানির বিভিন্ন শহরে। সবশেষে মোট ১০০ দিনের সফর সমাপ্ত করে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ট্রফিটা পৌঁছবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। বাংলাদেশের চারটি শহরে ঘুৃরবে এই বিশ্বকাপ ট্রফি। শহরগুলো হচ্ছে ঢাকা, খুলনা, সিলেট এবং চট্টগ্রাম। সাতদিন এই ট্রফি থাকবে বাংলাদেশে। ঢাকায় এটি থাকবে ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন। খুলনায় থাকবে একদিন ২০ অক্টোবর। সিলেটেও অবস্থান করবে একদিন ২১ অক্টোবর। এরপর চট্টগ্রামে পৌঁছাবে বিশ্বকাপের এই ট্রফি। চট্টগ্রামে ২২ ও ২৩ অক্টোবর এই দুই দিন অবস্থান করবে বিশ্বকাপের ট্রফি। আগামী বছরের ৩০ মে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরটি মাঠে গড়াবে। ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের বিশ্বকাপে অংশ নেবে দশটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!