এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসার ৩৯তম বার্ষিক সভা ও হযরতুল আল্লাম শাহ মুহাম্মদ আবদুল মজিদ অনুজ হযরতুল আল্লামা শাহ মুহাম্মদ শাহ্ আবদুর রশিদ ছিদ্দিকী হামেদীর ইছালে সওয়াব ও ত্বরীক্কত সম্মেলন আগামী ১৯ ও ২০ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
১৯৭৯ সালে গারাংগিয়া দরবার শরীফের তৎকালীন পীর আল্লামা শাহ মুহাম্মদ আবদুর রশিদ ছিদ্দিকী হামেদী এ মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিলে সকল মুসলিমদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন দরবারের বর্তমানে পীর শাহ মাওলানা হাফেজ মাহমুদুল হাসান ছিদ্দিকী হামেদী।