ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | ১৪তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

১৪তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

ntrca20170601160311

নিউজ ডেক্স : ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৬ জুন (বুধবার) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ওই বিকেল তিনটা থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, ৬ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে ১০ জুলাই (সোমবার) সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের দু’টি প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৫ আগস্ট। সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা নেয়া হবে। আর ৮ ও ৯ ডিসেম্বর হবে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ’র চেয়ারম্যান এ এম এম আজহার বলেন, আগের মতো এবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য গত ৩০ মে বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ১৩ তম’র মতোই প্রথমে প্রিলিমিনারি, পরে লিখিত ও সবশেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!