_______ফিরোজা সামাদ_______
বীরের মতো ফিরে এসেছিলে
এই বাংলার মাটিতে ,
ভীত হয়েছিলো মরণের দূত
পারেনি তোমায় ছুঁতে !!
মরণের ভয় করেছিলে জয়
দেশ হয়ে গেলো আপন,
জানিনা কখন আপনের মনে
বিষের বীজ হলো বপন !!
বীজ একদিন অঙ্কুরিত হয়ে
বিশাল বিষ বৃক্ষ হলো,
শাখা প্রশাখা ছড়িয়ে নিঃসংকোচে
তব প্রাণটি কেড়ে নিলো !!